ঘুষ দিয়ে AIIMS-এ কাজের বরাত! রাতভর CBI জেরার পর গ্রেপ্তার ব্যবসায়ী

শিলিগুড়ি: AIIMS-এ ঘুষ দিয়ে কাজের বরাত! আধিকারিককে ঘুষ দিয়ে কাজ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও! শিলিগুড়িতে ঠিকাদারের বাড়িতে রাতভর সিবিআই-এর অভিযান শেষে ভোরে গ্রেপ্তার করা হল অসীম কুণ্ডু নামের ওই ব্যবসায়ীকে।

জানা গেল, এমইএস-র কাজ দেওয়ার জন্য সিকিমে কর্মরত এক আধিকারিক মিথিলেশ কুমারকে ঘুষ দিয়েছেন৷ বিষয়টি জানতে পারেন সিবিআই আধিকারিকরা। তদন্তের কিনারা করতে দিল্লি ও কলকাতা থেকে সিবিআইয়ের বিশেষ দল পাঠানো হয় শিলিগুড়িতে। বর্ধমান রোডে ফাঁদ পাতেন তাঁরা। বিকেলে ঘুষের টাকা হাতবদলের সময় ধরে ফেলে সিবিআই। সেখান থেকে প্রথমে গ্রেফতার করা হয় মিথিলেশ কুমারকে। এরপর তাঁর দেওয়া সূত্র ধরে অসীম কুণ্ডুর বাড়িতে পৌঁছে যান তাঁরা৷ রাতভর জেয়ার – তল্লাশির পর গ্রেপ্তার করা অসীম কুণ্ডুকেও।

জানা গিয়েছে, দীর্ঘ তল্লাশিতে অভিযুক্ত ব্যবসায়ীর বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই। ঘুষ কাণ্ডে নাম জড়িয়েছে অসীম কুণ্ডুর ভাইপোরও। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও তাঁর দেখা পাওয়া যায়নি৷ অসীম কুণ্ডুকে গ্রেফতারের পর শিলিগুড়ি সংলগ্ন এনএইচপিসি’র বাংলোতে নিয়ে যাওয়া হয়।

ঘটনা প্রসঙ্গে অসীম কুণ্ডুর আত্মীয় তথা আইনজীবী সুরভি পাল বলেন, ‘একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। অনেক দিনের অভিযোগ। সিবিআই’র দল সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেই তদন্ত করেন। এখনও বিষয়টি আমাদের কাছে স্পষ্ট নয়।

About The Author