Rajganj: চা বাগান থেকে বার্মিজ পাইথন উদ্ধার

রাজগঞ্জ: রাজগঞ্জের সন্ন্যাসীপাড়ায় চা বাগানে উদ্ধার হল বার্মিজ পাইথন। সাপটি লম্বায় প্রায় ৮ ফিট। চা বাগানে কাজ করার সময় স্থানীয় মহিলারা সাপটিকে করতোয়া নদী লাগোয়া একটি ঝোপে দেখতে পায়। সাপের খবর পেয়ে মহূর্তেই মানুষ ও বাগানের কর্মচারীরা সাপ দেখতে ভিড় জমান। তাদেরই একজন স্থানীয় পরিবেশপ্রেমীদের খবর দিলে ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে।

স্থানীয়রা জানান, ওই এলাকায় এর আগেও অজগর সাপ দেখতে পাওয়া গিয়েছিল। সম্ভবত নদী লাগোয়া এলাকা হওয়ায় নদীর জলস্রোতে সাপগুলি এলাকায় চলে আসে। এদিন সাপটিকে উদ্ধার করে বেলাকোবা বনদপ্তরের হাতে তুলে দেন পরিবেশপ্রেমীরা। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সাপটি পুরোপুরি সুস্থ রয়েছে এবং আজই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

কুকুরজান সাত সকালে বিষপান করে আত্মঘাতী হয়েছেন এক ব্যবসায়ী। এই ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের কান্তিপাড়া গ্রামে। স্থানীয়রা বলছেন, পরিবারিক আর্থিক অনটনের জেরেই আত্মঘাতী হয়েছেন ব্যক্তি। মৃতের নাম বলরাম বর্মন (৩৫)l বলরামের তিন মেয়ে ও এক ছেলে। অভাবের সংসারে কোনরকমে সংসার চালাতেনl

সোমবার সকাল সাতটা নাগাদ বিষ পান করে বলরাম। জানাজানি হতেই তৎক্ষণাৎ স্থানীয়রা প্রথমে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে গেলে সেখান থেকে রেফার করা হয় শিলিগুড়ি মেডিকেল কলেজে। তবে অবস্থার অবনতি হওয়াতে রাত দশটা নাগাদ মৃত্যু হয় বলে খবর। মঙ্গলবার বিকেলে দেহ বাড়ি আনা হয়। ঠিক কী কারণে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে তাকে এনিয়ে ধন্দে মৃতের পরিবারl একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে চিন্তিত পরিবার।

বানিয়াপাড়া শ্বশুরবাড়ি যাওয়ার পথে পথ দূর্ঘটনায় মৃত্যু জামাইয়ের, শোকের ছায়া এলাকায়। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বুধবার রাতে রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর সংলগ্ন এলাকায় । মৃতের নাম সুভাষ রায় ( ৩৩)। তার বাড়ি রাজগঞ্জের পানিকৌড়ি অঞ্চলের বানিয়াপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুভাষ রায় দিনমজুরের কাজ করতো। তার বাড়িতে তার ছোটো দুটি বাচ্চা ও স্ত্রীকে নিয়ে থাকতেন। গতকাল সন্ধ্যায় কাজ থেকে ফিড়ে। রাতে বাইক নিয়ে তালমায় অসুস্থ শ্বাশুড়িকে দেখতে যাওয়ার পথে রাত্রি নয়টা তিরিশ নাগাত ফাটাপুকুর সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কমরর্ত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। ঘটনাস্থল থেকে গাড়িটিকে উদ্ধার করে তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ৷

About The Author