বর্ধমানের ফাগুপুরে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে গঙ্গাসাগর ফেরত পুণ্যার্থীদের বাস। ঘটনাস্থলেই মৃত্যু ১০ জনের, আহত ৩৫ জন যাত্রী। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। স্বাধীনতা দিবসের সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা রাজ্য।
Bardhaman, West Bengal: Bus crashes into truck in East Burdwan; 10 dead, 35 injured, returning from Ganga Sagar pilgrimage pic.twitter.com/kih5SsqH5J
— IANS (@ians_india) August 15, 2025