২০২৫ ২৬ অর্থবর্ষের বাজেট ঘোষণা করে দিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার সকাল ১১টা থেকে শুরু হয় তার বাজেট ভাষণ। সেই বাজেটে একাধিক বিষয়ে আলোকপাত করেন তিনি।
মধ্যবিত্তদের জন্য আয়কর নিয়ে সবুজ সংকেত শোনা যায় তার মুখে। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে কোনও কর দিতে হবে না বলে তিনি জানিয়েছেন। এর পাশাপাশি বিভিন্ন জিনিসের দাম কমারও ইঙ্গিত মিলল।
বাজেট ঘোষণার পর কোন কোন জিনিসের দাম কমতে পারে? দেখে নিন এক ঝলকে
দেশে তৈরি পোশাক,
মোবাইল ফোন,
এলইডি, এলসিডি টিভি,
লিথিয়াম ব্যাটারি,
গাড়ির ব্যাটারি,
চামড়ার জুতো, চামড়ার জিনিস
মোবাইল এবং গাড়ির ব্যাটারি,
ক্যান্সারের ওষুধ, জীবন দায়ী ওষুধ,
বরফজাত মাছ ইত্যাদির দাম কমছে।

