ঘরে ফিরলেন পূর্ণম। ফিরলেন মা, স্ত্রীর কাছে। সোনার ছেলেকে বরণ করে ঘরে তুললেন মা দেবন্তী সাউ। আনন্দে স্ত্রীর চোখে জল। বাড়িতে ঢুকেই মা আর স্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন হুগলির রিষড়ার বাসিন্দা বিএসএফের ১৮২ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম কুমার সাউ।২২ দিনের বন্দিদশা কাটিয়ে দশ দিন আগে দেশে ফেরেন বিএসএফ জওয়ান। আজ নিজের ঘরে ফিরলেন, মা-স্ত্রীর কাছে ফিরলেন। ছেলেকে জড়িয়ে ধরে মায়ের আদর। স্ত্রীর মুখে আনন্দের দীপ্তি, চোখে খুশির অশ্রু। পুর্ণমের ফেরা নিয়ে শুক্রবার সকাল থেকেই গোটা রিষড়া জুড়ে সাজো সাজো রব। আলোয় ঝলমল করছে সাউ বাড়ি। সেই বিকেল থেকেই স্বামীর অপেক্ষায় সেজেগুজে বসে রয়েছেন স্ত্রী রজনী। বাড়ির ছাদে রান্না হচ্ছে। মেনুতে ছানার ডালনা, পটলের তরকারি, চাটনি, দই, মিষ্টি। তিরঙ্গা আলোয় সেজে উঠেছে বাড়ি। কেক কেটে উদযাপিত হল পূর্নমের বাড়ি ফেরা।বর্ডার পেরিয়ে পাকিস্তানে ঢুকে পরে বন্দি হয়েছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তার ঘরে ফেরার সময় পাড়ায় বেজে উঠল সেলুলয়েডের ‘বর্ডার’ সিনেমার গান ‘সন্দেশে আতে হ্যায়’। ঘরে ফিরে পূর্ণম বললেন, “ভারতে আমার দ্বিতীয় জন্ম হল। আমরা দেশের সীমানায় দাঁড়িয়ে থাকি, তাই ভয় পাইনা। আমরা ভয় পেলে দেশের মানুষকে সুরক্ষা দেব কী করে?”

