বাংলাদেশে গরু পাচারের চেষ্টা! ৭টি গরু সমেত আটক ১

রাজগঞ্জ: ৭ টি গরুসমেত এক ব্যক্তিকে আটক করল বিএসএফ। মঙ্গলবার ভোর রাতে বাংলাদেশে গরু পাচারের সময় রাজগঞ্জের সীমান্ত এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তির নাম জিন্নাত আলি। রাজগঞ্জের ভাঙ্গামালি এলাকার বাসিন্দা। বিএসএফের তরফ থেকে ওই ব্যক্তিকে রাজগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। পুলিশের তরফ থেকে বুধবার তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

জানা গিয়েছে, মঙ্গলবার ভোর রাতে একদল পাচারকারী রাজগঞ্জের খালপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচার করছিল। সেই সময় সীমান্তে টহলরত বিএসএফ জওয়ান তাদের পিছু তাড়া করে। বিএসএফকে দেখে ওই পাচারকারীদের সাত জন পালিয়ে যায়। ৭টি গরুসহ জিন্নাত আলি বলে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে রাজগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, সীমান্তে বিএসএফের কড়া প্রহরা থাকা সত্ত্বেও রাজগঞ্জের বিভিন্ন এলাকায় কাঁটাতারের বেড়া কেটে ওপারে গরু পাচার হয়েই যাচ্ছে, এমনটা অভিযোগ।