Malda: সীমান্তে অশান্তি থামাতে বৈঠক বিএসএফ-বিজিবির

সম্প্রতি সীমান্তে উস্কানিমুলক ঘটনা ঘটায় সংঘর্ষে জড়িয়ে পড়েছিল দুই দেশের সীমান্তবাসি। তার আগে খোলা সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়েও বিজিবি বিএসএফ-এর মধ্যে বাদানুবাদ হয়। অশান্তির আবহেও খোলা সীমান্ত দিয়ে বাংলাদেশের দুষ্টু লোকেরা ফসল কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছিল। মালদার শুকদেবপুর সীমান্তে উত্তেজনার মধ্যেই, বিএসএফ এবং বিজেপির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হল।

বিএসএফ জানাল, কদিন আগে অবৈধ চোরা কারবারি রুখতে শুকদেবপুরে খোলা সীমান্তে কাটাতার দেওয়া নিয়ে সমস্যা হয়। এরপর ফসল কাটাকে কেন্দ্র করে বাংলাদেশীদের সাথে ভারতীয় সীমান্ত নাগরিকদের সংঘর্ষ বাধে। মুলত অশান্তি থামাতেই বৈঠক। বর্ডার এলাকায় নানা সমস্যা থামাতে উভয়পক্ষকেই একমত হয়ে কাজ করতে হবে। তা না হলে উভয় দেশের নাগরিকদেরই সমস্যা ভোগ করতে হবে। মঙ্গলবার, মালদার মহদীপুর সীমান্তের ঠিক ওপারে বাংলাদেশের সোনা মসজিদ এলাকায় বিএসএফ ও বিজিবির বৈঠক চলে। ছিলেন বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি অরুন কুমার গৌতম এবং বর্ডার গার্ড বাংলাদেশের রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল ইমরান। বিএসএফ বৈঠক শেষে জানায়, পারস্পরিক সংলাপ এবং সহযোগিতার মাধ্যমে, উভয় দেশের সমস্যা মেটানোর চেষ্টা হবে।

About The Author