মা দুর্গার আশীর্বাদে আসে জয়! বিজয়া দশমীতে অস্ত্র পুজো বিএসএফ-র

অপারেশন সিঁদুরে বিজয় এনে দিয়েছিল! গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে, সিঁদুরের তিলক পরিয়ে অস্ত্র পুজো করল BSF।

জয়সলমের সীমান্তে বিজয়া দশমীর দিন এক অন্যরকম দৃশ্য। বিএসএফ-এর আর্টিলারি রেজিমেন্টের জওয়ানরা ঐতিহ্য মেনে পালন করলেন অস্ত্র পুজো।

ছোট অস্ত্র থেকে কামান পর্যন্ত, প্রতিটি অস্ত্র গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে, সিঁদুরের তিলক পরিয়ে পুজো করা হয়। দেবী দুর্গার কাছে প্রার্থনার পাশাপাশি উচ্চারিত হয় “ভারত মাতা কি জয়”, “বিএসএফ জিন্দাবাদ”—এইসব শক্তির মন্ত্র।

অফিসার শক্তি সিং তানওয়ার জানিয়েছেন, এই রীতি রামায়ণ-মহাভারতের যুগ থেকে চলে আসছে। এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সীমান্তে প্রস্তুতির প্রতীক।

অপারেশন সিঁদুরের মতো সাম্প্রতিক সাফল্যও উঠে এসেছে এই উৎসবে—যেখানে বিএসএফ দক্ষতার সঙ্গে ধ্বংস করেছিল শত্রুর বাঙ্কার ও চেকপয়েন্ট।

রণবিজয় নামে এক আধিকারিক জানান, মরুভূমির প্রতিকূলতা সত্ত্বেও বিএসএফ এখন নাইট ভিশন, ড্রোন, র‍্যাডার সহ অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। বিজয়া দশমী তাঁদের মনে করিয়ে দেয়—সত্যের কাছে মিথ্যার পরাজয় নিশ্চিত, আর সীমান্তে কোনও অন্যায় সহ্য করা হবে না।

About The Author