জলপাইগুড়ি: বোদাগঞ্জে ত্রিস্রোতা মাতা ভ্রামরীদেবী মন্দিরের প্রবীণ পুরোহিত বাদল চ্যাটার্জী (৭৯) হৃদরোগে আক্রান্ত। বৃহস্পতিবার সকাল সাতটায় রোজকার মতো ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়ে যান।
মন্দির কমিটির কোষাধ্যক্ষ বাবলু রায় জানান, খবর পেয়ে তাঁকে জলপাইগুড়ির একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, পরে স্থানান্তরিত করা হয় সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই হৃদরোগে আক্রান্ত নিশ্চিত করেন চিকিৎসক।
উল্লেখ্য, ৫১ পীঠের ঐতিহাসিক এই মন্দিরের প্রতিষ্ঠাতা পুরোহিত বুদ্ধ ভৈরব লাল বাবা চার বছর ধরে শয্যাশায়ী। তাঁর সঙ্গে প্রায় দুই দশক ধরে পূজার দায়িত্ব পালন করছেন বাদল চ্যাটার্জী।
যদিও বর্তমানে পূজার জন্য বিকল্প পুরোহিত রয়েছেন, তাই পূজা-অর্চনার কোনো বিঘ্ন ঘটবে না বলে জানান বাবলু রায়। দ্রুত সুস্থতার কামনায় পূজা কমিটি ও এলাকাবাসী উদ্বিগ্ন।
বেলাকোবার বারোপাটিয়ার বোদাগঞ্জে ত্রিশ্রোতা মাতা ভ্রামরীদেবী মন্দিরের প্রবীণ পুরোহিত বাদল চ্যাটার্জী বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্দির কমিটি জানিয়েছে, পূজার কাজে কোনো বিঘ্ন ঘটবে না।