তিস্তা ক্যানেলে স্নান করতে গিয়ে মৃত্যু যুবকের

রাজগঞ্জ: ফুলবাড়ি সংলগ্ন তিস্তা ক্যানেলে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম দেবব্রত দে(১৮)। তার বাড়ি রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ী ১ নং অঞ্চলের হরিপুর এলাকায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে , আজ দুপুরে ৪ জন বন্ধু মিলে টোটো নিয়ে ফুলবাড়ির দিকে ঘুরতে যায়। এদের মধ্যে ওই যুবক ও তাঁর এক বন্ধু তিস্তা ক্যানেলে স্নান করতে নামে। সেইসময় দুজনই জলে তলিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় একজনকে উদ্ধার করা গেলেও দেবব্রতর খোঁজ পাওয়া যায়নি সেসময়।

ঘটনাস্থলে আসে ডাবগ্রাম ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ।জলে নেমে তল্লাশি শুরু করে তাঁরা। এরপর মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

About The Author

Exit mobile version