ক্ষমতায় থাকতে ষড়যন্ত্র! ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্টের ২৭ বছরের জেল

ষড়যন্ত্রে ২৭ বছরের জেল! বলসোনারোর কারাদণ্ডে দ্বিধাবিভক্ত ব্রাজিলের রাজনীতি। তোলপাড়

ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে কুপ ষড়যন্ত্রের মামলায় ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা বলসোনারো নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা আঁকড়ে রাখার ষড়যন্ত্রে নেতৃত্ব দেন বলে অভিযোগ।

এই ষড়যন্ত্রে লুলা দা সিলভা, তাঁর সহ-রাষ্ট্রপতি জেরাল্ডো আলকমিন এবং বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েসকে হত্যার পরিকল্পনা ছিল বলে জানায় প্রসিকিউশন।

বিচারক মোরায়েসসহ চারজনের রায় অনুযায়ী, বলসোনারো একটি অপরাধচক্রের নেতৃত্ব দিয়েছেন, যার উদ্দেশ্য ছিল নতুন সরকারকে ক্ষমতায় আসতে বাধা দেওয়া।

৭০ বছর বয়সী বলসোনারো নিজেকে নির্দোষ দাবি করে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেও মন্তব্য করেছেন। তাঁর সমর্থকরা তাঁকে “ট্রপিক্সের ট্রাম্প” নামে ডাকেন।

বলসোনারোর শাসনকাল কোভিড-১৯-কে অস্বীকার, আমাজন বন ধ্বংস এবং কট্টর ডানপন্থী মতাদর্শ লক্ষ্য করা গিয়েছিল।

২০২৩ সালের জানুয়ারিতে তাঁর সমর্থকরা প্রেসিডেন্ট প্রাসাদ, সংসদ এবং সুপ্রিম কোর্টে হামলা চালায়। বলসোনারো বর্তমানে গৃহবন্দি অবস্থায় রয়েছেন এবং এই মামলার রায় তাঁর ভবিষ্যতের রাজনৈতিক প্রত্যাবর্তিকে কার্যত অসম্ভব করে তুলেছে।

About The Author