পাটক্ষেতে অষ্টম শ্রেণীর ছাত্রীর দেহ! খুনের সন্দেহ স্থানীয়দের

  • জলপাইগুড়ির মাটিয়ালী ব্লকে পাট ক্ষেতের ধারে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নিখোঁজ থাকার পর সকালে মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়দের সন্দেহ, এটি হত্যাকাণ্ড। তদন্তে নেমেছে পুলিশ।

জলপাইগুড়ি: বিকেল থেকেই খোঁজ মিলছিল না। পড়ে সাতসকালে পাট ক্ষেতের ধার থেকে উদ্ধার হল স্কুল ছাত্রীর নিথর দেহ। ঘটনাটি মাটিয়ালী ব্লকের শালবাড়ি পায়জাম পাড়া এলাকার।

শুক্রবার সকালে ওই কিশোরীর দেহ পাট ক্ষেতের ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় জমে যায় এলাকায়।

জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম রেহানা পারভীন। অষ্টম শ্রেণীর পড়ুয়া ছিল সে। এলাকার বাসিন্দাদের অনুমান, কিশোরীকে খুন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার সঙ্গে এক যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে এলাকায় গুঞ্জন রয়েছে। তবে পুলিশ বিষয়টি এখনও নিশ্চিত করেনি। তদন্তকারীরা সম্ভাব্য প্রত্যেকটি দিক খতিয়ে দেখছেন।

ক্ষুব্ধ স্থানীয়রা দাবি তুলেছেন, দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

About The Author