‘রক্তাক্ত’ পঞ্চায়েত নির্বাচনে হিংসার বলি ১৩, আহত আরও ২৫

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের দিনও রাজনৈতিক হিংসা রোখা গেলনা। ভোটের দিনই মৃত্যু হল প্রায় ১৫ জনের। আহত অন্তত ২৫। ঘটনার প্রতিবাদে নির্বাচন কমিশনের গেটে তালা ঝোলালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামগ্রিক ভাবে রাজ্যে পঞ্চায়েত ভোটের ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত রাজনৈতিক হিংসার বলি ৩৫।

শনিবার বিকেল ৫টা পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে ৬৬.২৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটের দিনই নিহত অন্তত ১৩ জন। তাঁদের মধ্যে মুর্শিদাবাদে চার, কোচবিহার, মালদা এবং দিনাজপুরে দু’জন করে এবং নদিয়া, পূর্ব বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনায় একজন করে রয়েছেন। এখনও বাকি, আগামী ১১ তারিখের গণনা। ফলে মৃত্যুর তালিকা দীর্ঘতর হবে বলে আশঙ্কা রয়েছে পুরোমাত্রায়। যুযুধান রাজনৈতিক পক্ষের পাশাপাশি হামলার শিকার হয়েছেন ভোটকর্মীরাও।

(সূত্র: আনন্দবাজার)

About The Author