ময়না: সাতসকালে ফের এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। খুনের অভিযোগ করেছে বিজেপি। পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা অঞ্চলের চাঁদিবেনিয়া গ্রামের ঘটনা। মৃত ব্যক্তির নাম কৃষ্ণ পাত্র। এদিন সকালে নয়নজুলি থেকে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার করে ময়না থানার পুলিশ। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। বিজেপির তরফে খুনের অভিযোগ করা হয়েছে। তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি আশিস মণ্ডল পূর্ণ তদন্তে্র দাবি জানিয়েছেন পুলিশের কাছে। যদি তা না হয় আগামী দিনের বিজেপি নেতৃত্বরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ইতিমধ্যেই পথে নেমেছেন স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা।
Active BJP worker Krishna Patra has been brutally murdered today in Chandibeniya Village of Moyna Assembly in East Medinipur.
After how many more killings will the blood – thirst of TMC get quenched?#PoliticalTerrorism of TMC. pic.twitter.com/8pmZEIoW6d
— Office of Dilip Ghosh (@DilipGhoshOff) May 11, 2022