‘BJP-র লড়াই মুসলিমদের বিরুদ্ধে নয়, অস্ত্রের বদলে হাতে কলম তুলে দিতে চাই’

“বিজেপি মুসলিমদের বিরুদ্ধে লড়াই করছে”—এই অভিযোগ বহুদিনের। তবে নবনিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট করে জানালেন, এই ধারণা সম্পূর্ণ ভুল। তাঁর বক্তব্য, “আমরা কারও ধর্মের বিরুদ্ধে নই। বরং চাই, সবাই হাতে কলম তুলে নিক, সমাজে গঠনমূলক ভূমিকা পালন করুক।”

পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাতাবরণে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নিয়ে প্রবল আলোচনার মাঝেই শমীকের এই বার্তা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। তিনি আরও বলেন, “আমরা চাই, যুবসমাজ উন্নয়নের পথে আসুক। অস্ত্র নয়, কলমই হোক তাদের হাতিয়ার।”

শমিকের কথায়, “বিজেপির লড়াই মুসলিমদের বিরুদ্ধে নয়। আমরা চাই, যারা পাথর ধরেছে, তাদের হাতে বই তুলে দিতে। যারা তলোয়ার ধরেছে, তাদের হাতে কলম তুলে দিতে।” “আমরা চাই দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের মিছিল একসঙ্গে, একই পথে যাক—এটাই আমাদের ভারতের চিত্র।”

এমন মন্তব্যের মাধ্যমে তিনি দলের চিরাচরিত অবস্থান থেকে কিছুটা সংবেদনশীল ও ইতিবাচক বার্তা দিতে চাইলেন বলেই মত পর্যবেক্ষকদের।

পাশাপাশি, শমিকবাবু কর্মীদের উদ্দেশে আরও বলেন, “বিজেপির সব স্তরের নেতা-কর্মীদের একসঙ্গে নিয়ে চলতে চাই। কোনও ভেদাভেদ নয়, একসঙ্গে লড়াই করব।” “তৃণমূল শেষ হয়ে গিয়েছে। মানুষ তাদের প্রত্যাখ্যান করছে। আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে জিতব।” “আমাদের কর্মীরা বহু অত্যাচার সহ্য করেছেন, মিথ্যে মামলায় জড়িয়েছেন। তবুও তাঁরা সাহস হারাননি—এই লড়াই তাঁদের জন্য।”

About The Author