Delhi CM: নূপুর শর্মাকে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী দেখতে চায় বিজেপির একাংশ

২০২৫-এর দিল্লির বিধানসভা নির্বাচনে জয় পেল বিজেপি। বিজেপি এই নির্বাচনে ৪৮টি আসনে জিতেছে, আপ জিতেছে ২২টিতে।

রাজধানীতে ২৭ বছর পর ফের পদ্ম ফুটেছে। অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ার মতো আপ হেভিওয়েটরা কড়া লড়াইয়ের সামনে নতজানু। অপরদিকে কংগ্রেস এবারও প্রায় ‘অপ্রাসঙ্গিক’।

ভোটের ফলাফল ঘোষণার পরই জল্পনা শুরু হয়েছে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে? সেই নিয়ে।

বড় প্রশ্ন হল, কে বসবেন কেজরীর ছেড়ে দেওয়া পদে? কে হবেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী? প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরীকে হারিয়ে মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে প্রবেশ সিংহ বর্মাই কি এগিয়ে? না কি বিজেপি শীর্ষ নেতৃত্বের মাথায় রয়েছে অন্য কোনও সমীকরণ?

এদিকে, সামাজিক মাধ্যমে বিজেপির হয়ে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘুরছে নূপুর শর্মারও। ইনি সেই নেত্রী, যার মন্তব্যেই বিতর্ক বাধিয়েছিল সংখ্যালঘুরা। এমনই অভিযোগ। তবে অনেকেই নূপুরের সমর্থনে আছেন।  বিজেপির জয়ের সঙ্গে সঙ্গে নূপুর শর্মাকে মুখ্যমন্ত্রী করার দাবি জোরদার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দিল্লি নির্বাচনের সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় দাবি ওঠে নুপুর শর্মাকে দলের হিন্দু মুখ বানিয়ে তাঁকে মুখ্যমন্ত্রী করার।

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিংহ বর্মার পুত্র প্রবেশ যদিও জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব। একই বক্তব্য দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেবেরও।

তবে এটা স্পষ্ট যে, যিনিই মুখ্যমন্ত্রী হোন না কেন, তাঁকে নরেন্দ্র দামোদরদাস মোদীর ছায়াতেই থাকতে হবে। মোদীর নেতৃত্বে তৃতীয় বার ‘দিল্লিবাড়ি’র দখল নিয়েছে বিজেপি।

সূত্রের খবর, সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসাবে দিল্লি বিজেপির অন্দরে পাঁচ জনের নাম ঘুরছে। বিজেপি সূত্রের খবর, ইতিমধ্যেই দিল্লিতে বিজেপির দফতরে বৈঠকে বসেছেন বীরেন্দ্র, কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মলহোত্র, দলের জাতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত পন্ডা। সেই বৈঠকে প্রাথমিক ভাবে হবু মুখ্যমন্ত্রীর নাম নিয়ে আলোচনা চলছে বলেই জানাচ্ছেন দলীয় নেতাদের একাংশ।

এমন পরিস্থিতিতে, সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে বিজেপির শীর্ষ নেতৃত্ব নূপুর শর্মাকে নিয়ে চমকপ্রদ সিদ্ধান্ত নিতে পারে। যাইহোক, নুপুর শর্মা ছাড়াও, প্রবেশ ভার্মার নাম (যিনি AAP-এর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেছেন)ও মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। ওই নেতাদেরই দাবি, বৈঠকে যা-ই হোক, শেষ পর্যন্ত এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী মোদীই।

দীর্ঘ প্রায় তিন দশক পরে রাজধানী দিল্লিতে সরকারে আসছে বিজেপি। আপ সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া দুজনেই গো-হারা হেরেছেন।

About The Author