রাজগঞ্জ: কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়ার নামে এক থেকে দেড় হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবি রয়েছে অভিযুক্তের। যদিও বিজেপির জেলা নেতৃত্বের দাবি, বিজেপির কোনও পদেই নেই অভিযুক্ত। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির বেলাকোবায়।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গরীব মহিলাদের বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়ার কথা। অথচ সেই গ্যাস সংযোগ দেওয়ার নামে এক থেকে দেড় হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। জানা গিয়েছে, বিজেপির মিডিয়া সেলে কো কনভেনার দীপঙ্কর দাস নিজের বাড়িতে উজ্জ্বলা গ্যাসের স্টক রেখে এলাকার কয়েকজনকে এক থেকে দেড় হাজার টাকায় তা বিক্রি করছিলেন। সেই অভিযোগ থানায় জানিয়েছেন জনৈক প্রকাশ দাস। স্থানীয়দের অভিযোগ, রাজগঞ্জের বেলাকোবা এলাকায় বেশ কয়েকটি বাড়িতে উজ্জ্বলা গ্যাসের কানেকশন দেওয়ার নামে দেড় হাজার টাকা করে নিয়েছেন তিনি।
এদিকে, এই বিষয়ে অভিযোগ জানাজানি হতেই দলের কোন পদে রয়েছেন তিনি, তা আর মনেই করতে পারছেন না বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী। তাঁর কথায়, দলের কোনও পদেই নেই তিনি। বিধানসভা ভোটের মুহূর্তে এরকম অনেকেই এসেছেন নিজের স্বার্থে। দোষী হলে শাস্তি হোক। পাশাপাশি, এলাকার বিধায়ক খগেশ্বর রায় জানান, এলাকার অনেকের সঙ্গেই দুর্নীতি করেছেন অভিযুক্ত। বিনামূল্যে গ্যাস দেওয়ার কথা থাকলেও তার জন্য টাকা নিয়েছে। এর বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি করেছেন তিনিও। বেলাকোবা ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত করছে।
অভিযোগকারি ব্যক্তি রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মন্থনীর দাসপাড়ার বাসিন্দা প্রকাশ দাস। তাঁর অভিযোগ, শুক্রবার তিনি বটতলা এলাকার গ্যাস সরবরাহকারী এজেন্সির প্রতিনিধি দীপঙ্কর দাসের কাছ থেকে এক হাজার টাকায় উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার, ওভেন ও রেগুলেটর কেনেন। পরে প্রকাশবাবু গ্রামে গিয়ে জানতে পারেন, ওই যোজনায় তাঁর স্ত্রীর বিনামূল্যে গ্যাস সংযোগ পাওয়ার কথা। এরপর শনিবার রাতে তিনি এবিষয়ে বেলাকোবা ফাঁড়িতে অভিযোগ জানান। ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ ঘটনাটি খতিয়ে দেখছেন।