মালদা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদায় বিজেপির সাংগঠনিক বৈঠকে দলের প্রাক্তন রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার শনিবার বলেন, ক্ষমতায় এলে বিজেপি শুধু বাংলার মহিলাদের জন্য নয়, পুরুষদের জন্যও বিশেষ প্রকল্প চালু করবে। তাঁর দাবি, বিহার নির্বাচনে সংখ্যালঘু মহিলাদের ভোট বিজেপির দিকে গিয়েছে, বাংলাতেও তার ব্যতিক্রম হবে না।
সুকান্ত মজুমদার বলেন, “বাংলার মা-বোনদের আমরা আশ্বস্ত করছি। বিজেপির ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অর্থ সচিবকে বলেছেন, তিনি লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা করে বাড়াতে চান। আমার কাছে খবর, রাজ্যের আর্থিক স্বাস্থ্য ভালো নেই।
২০২৫ সালে প্রায় আট লাখ কোটি টাকা ঋণ হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকের মাথার উপর এখন ৭০ হাজার টাকা করে ঋণ রয়েছে। এত ঋণ নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে অত টাকা বাড়ানো সম্ভব নয়। তবে কিছু টাকা বাড়ানো হবে।”
তিনি আরও দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে তৃণমূলের ঘোষণার চেয়ে বেশি সুবিধা দেওয়া হবে। পাশাপাশি পুরুষদের জন্যও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তাঁর বক্তব্যে স্পষ্ট, বিজেপি বাংলায় নারী-পুরুষ উভয়ের জন্য সমান সুযোগের প্রতিশ্রুতি দিতে চাইছে।
এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল শিবির বলছে, বিজেপির প্রতিশ্রুতি বাস্তবসম্মত নয়। অন্যদিকে বিজেপি মনে করছে, বিহারের মতো বাংলাতেও ভোটাররা পরিবর্তনের পক্ষে রায় দেবেন।

