উত্তরবঙ্গে তৃণমূলের ‘বিসর্জন’ হবে এবার, বিজেপি রাজ্য সভাপতির আত্মবিশ্বাসী ঘোষণা

শিলিগুড়ি: রাজ্য সভাপতি পদে অধিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো উত্তরবঙ্গ সফরে এসে তীব্র রাজনৈতিক বার্তা দিলেন সমিক ভট্টাচার্য। সোমবার বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “উত্তরবঙ্গে খাতায় খুলতে পারবে না তৃণমূল। এবারে তৃণমূলের বিসর্জন নিশ্চিত।”

সফর শুরুর মুহূর্ত থেকেই বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। শহরের প্রতিটি মোড়ে তাকে অভ্যর্থনা জানাতে দাঁড়িয়ে ছিলেন অনুগামীরা। বিমানবন্দর থেকে মাধব ভবন পর্যন্ত এবং পরে কোচবিহার অভিমুখে তাঁর সড়কযাত্রা যেন এক রাজনৈতিক উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ।

ভট্টাচার্য আরও বলেন, “উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবার একযোগে তৃণমূলকে বিদায় জানাবে। জনগণ এবার বিকল্প চায়—তৃণমূলের অসফলতার বিরুদ্ধে সারা রাজ্য ঐক্যবদ্ধ।”

এই সফরকে ঘিরে উত্তরবঙ্গে রাজনৈতিক তরঙ্গও তীব্র হতে শুরু করেছে। বিজেপির এমন আগ্রাসী মনোভাব পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

About The Author