কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগে উত্তাল রাজনীতি।
বিজেপি এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্র সদনের সামনে গলায় রবীন্দ্রনাথের পোস্টার ঝুলিয়ে বিক্ষোভ দেখায়। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মীরা রবীন্দ্রপ্রেমী হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করেন।
এর আগে মেয়ো রোডে সেনা তৃণমূলের মঞ্চ খুলে দেওয়ার ঘটনায় প্রতিবাদে সরব হয়েছিল TMCP। মালদহের চাঁচল কলেজে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সহ একাধিক ব্যক্তিত্বের ছবি পোড়ানোর অভিযোগ ওঠে, যার মধ্যে রবীন্দ্রনাথের ছবিও ছিল বলে দাবি।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। বিজেপির দাবি, তৃণমূলের ছাত্র সংগঠন রবীন্দ্রনাথের ভাবমূর্তি নষ্ট করছে, যা বাংলার সংস্কৃতির প্রতি চরম অবমাননা।
- “রবীন্দ্রনাথের ছবি পোড়ানো! বাংলার সংস্কৃতির প্রতি এমন অবমাননা মেনে নেওয়া যায় না। TMCP-র বিরুদ্ধে প্রতিবাদে পথে বিজেপি, গলায় কবিগুরুর পোস্টার টাঙিয়ে বিক্ষোভ।