২০২৬-এ বিজেপি ক্ষমতায় এলে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার থাকবে না—বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক!
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া থাকবে না—এই মন্তব্য করে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। নদিয়ার সীমান্তবর্তী এক দলীয় কর্মসূচিতে তিনি বলেন, “বাংলা ভাগ হবে না, এক হবে! কাঁটাতারের বেড়া আমরা রাখব না।”
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হলেও তার সত্যতা যাচাই হয়নি। তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে ‘দেশবিরোধী ও বিপজ্জনক’ বলে আখ্যা দিয়েছে। শাসক দলের এক নেতা বলেন, “একজন সাংসদের কাছ থেকে এমন মন্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন।” অন্যদিকে বিজেপির দাবি, সাংসদ ‘একতার বার্তা’ দিতে চেয়েছেন, রাজনৈতিকভাবে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

