রামপুরহাট: স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য তালিকায় এবার নাম উঠল বিজেপি নেতার স্ত্রীর। বীরভূম জেলার রামপুরহাটের কুশুম্বা হাইস্কুলের শিক্ষিকা লক্ষ্মী বিশ্বাসের নাম রয়েছে তালিকার ৬৫৩ নম্বরে। তিনি বিজেপির জেলা কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী। এই তথ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
তৃণমূল নেতা ও বিধায়করা বিষয়টি এড়িয়ে গেলেও বিজেপির দাবি, এটি একটি “বৃহত্তর ষড়যন্ত্র”। লক্ষ্মী বিশ্বাস অত্যন্ত মেধাবী বলে দাবি করেছেন জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা। তাঁর মতে, এই তালিকায় লক্ষ্মীর নাম থাকা অনুচিত। জানা যাচ্ছে, সুরজিৎ সরকার ইতিমধ্যেই সিবিআই-এর দ্বারস্থ হয়েছেন।
রামপুরহাটে তাঁদের বাড়িতে সংবাদমাধ্যম পৌঁছলেও লক্ষ্মী বা সুরজিৎ—কেউই দেখা দেননি। তাঁরা বর্তমানে কলকাতায় রয়েছেন বলে জানা গেছে। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল মন্তব্য করতে চাননি, শুধু বলেছেন, “বিষয়টি রাজ্য দেখবে।” বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানিয়েছেন, “বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখব।”