“বিজেপি হঠাও, মোদী হঠাও”—TMCP-র প্রতিষ্ঠা দিবসে সায়নীর সরাসরি বার্তা

কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের সম্মেলনে বক্তব্য রাখতে উঠে বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুললেন সায়নী ঘোষ। তাঁর কণ্ঠে ছিল ক্ষোভ, ছিল কটাক্ষ, ছিল রাজনৈতিক প্রত্যয়।

“আমাদের আছে দিদি, তোমাদের ED”—এই মন্তব্যে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোর ভূমিকা নিয়ে তৃণমূলের দীর্ঘদিনের অভিযোগ যেন আরও একবার প্রকাশ পেল। সায়নী বলেন, “বিজেপি বলে, যখন ডাকি, তখন পাই, সেইজন্য সিবিআই, ED-কে চাই।”

এবং শেষ পর্যন্ত, মঞ্চ থেকে সরাসরি স্লোগান— “বিজেপি হঠাও, মোদী হঠাও।” ‘BJP-র আছে কেন্দ্রীয় এজেন্সি, কোটি কোটি টাকা, কারিকারি ক্ষমতা আর আমাদের আছে হাওয়াই চটি, সাদা শাড়ি, একটাই মমতা’।

 

About The Author