মাধ্যমিকে নজরকাড়া সাফল্য সবজি বিক্রেতার ছেলের। সীমিত পরিকাঠামোর মধ্যে পড়াশুনা করে ৭০০-র মধ্যে ৬২৮ নম্বর পেয়েছে সে। ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়ে ইঞ্জিনিয়ার হতে চায়। রাজগঞ্জ সারিয়াম যশোধর হাই স্কুলের ছাত্র বিশাল বর্মন বরাবরই ক্লাসে ফার্স্ট হয়। মাধ্যমিকেও ভালো রেজাল্ট করে চমক লাগিয়েছে।
রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের সহদেবভিটার বাসিন্দা বিশাল। বাবা মনেশ্বর বর্মণ শহরে সবজি বিক্রি করেন। বিশালের দাদা একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। মধ্যবিত্ত পরিবারের ছেলে কষ্ট করেই পড়াশুনা চালিয়ে যাচ্ছে। বিশাল বলেন, মাধ্যমিকের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছিল সে। তবে নম্বর কিছুটা কম এসেছে। মোটের ওপর রেজাল্ট ভালো হওয়ায় উচ্চ শিক্ষার ব্যাপারে উৎসাহ রয়েছে। তবে সীমিত পরিকাঠামোর মধ্যে পড়াশুনা চালিয়ে যেতে প্রশাসনিক সাহায্য পেলে পরিবারটির সুবিধা হয়, জানালেন বিশালের বাবা মনেশ্বর বর্মণ। রাজগঞ্জের কুকুরজানের ছেলে বিশালের রেজাল্টে খুশী পাড়া প্রতিবেশীরাও।
RNF-এ প্রকাশিত খবর সংক্রান্ত কোনও অভিযোগ বা জিজ্ঞাসার জন্য ফোন করুন 8250955518 নম্বরে