চ্যারিটি স্কুলের বাচ্চাদের নিয়ে ‘বার্থডে সেলিব্রেশন’, মধ্যাহ্নভোজে বিরিয়ানি

রাজগঞ্জ: দাতব্য স্কুলে গিয়ে পড়ুয়াদের বিরিয়ানি খাইয়ে জন্মদিন উদযাপন করলেন রাজগঞ্জের এক যুবক মুস্তাফিজুর ওরফে মুন্না। বুধবার মগরাডাঙ্গি সেন্ট পল প্রাইমারি হিন্দি স্কুলের বাচ্চাদের সাথে কেক কেটে নিজের ২৪ তম জন্মদিন পালন করলেন যুবক এবং তাঁর বন্ধুরা। দুপুরের খাবার হিসেবে বাচ্চাদের হাতে হাতে তুলে দেওয়া হল বিরিয়ানির প্যাকেট।

রাজগঞ্জের ওই প্রাইমারি স্কুলটি একটি বেসরকারি ট্রাস্টের উদ্যোগে পরিচালিত হয়। স্কুলের পাচ শিক্ষিকা বিনা পারিশ্রমিকে প্রায় ৪০ জন পড়ুয়ার পড়ালেখার ভার নিয়েছেন। স্কুলে মূলত শিকারপুর চা বাগান শ্রমিকদের ছেলেমেয়েরা এই স্কুলে থেকে পড়াশোনা করছে। যেহেতু কোনও সরকারি বা বেসরকারি সাহায্য মেলে না তাই কোনওরকমে বাচ্চাদের পড়াতে হচ্ছে।

সুখানি অঞ্চলের সাউদাভিটা গ্রামের ওই যুবক মুস্তাফিজুর রহমান তাই নিজের জন্মদিন উপলক্ষে ওই স্কুলের বাচ্চাদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন। বুধবার সেই মতো স্কুলে গিয়ে বাচ্চাদের কেক এবং দুপুরের খাবার হিসাবে বিরিয়ানি প্যাকেট হাতে হাতে তুলে দিয়েছে মুন্না রহমান। যুবকের এই উদ্যোগে পাশে ছিলেন তাঁর বন্ধুরাও।

নিজের জন্মদিনে ওই যুবকের এমন উদ্যোগে খুশি স্কুলের শিক্ষিকারা। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা মিস অনিতা ভিএসএম বলেন, প্রায় ১৫ বছর ধরে ওই স্কুলটি সেখানে রয়েছে। মূলত চ্যারিটির মাধ্যমেই হচ্ছে বাচ্চাদের পড়াশোনা। তবে কেউ কোনদিনও স্কুলে এসে সাহায্য করেনি। জন্মদিন উপলক্ষে ওই যুবকের এমন উদ্যোগ প্রশংসনীয়।

মুন্না বলেন, রাজগঞ্জের ওই চ্যারিটি স্কুলে মূলত শিকারপুর চা বাগান এলাকার পিছিয়ে পড়া বাচ্চারা থেকে পড়াশোনা করেন। বর্তমানে প্রায় ৪০ জন পড়ুয়া সেখানে রয়েছে। স্কুলের শিক্ষিকারা বিনা পারিশ্রমিকে পড়াচ্ছেন। এমন স্কুলের খোঁজ পেয়ে ওই বাচ্চাগুলির সঙ্গেই নিজের জন্মদিনের উদযাপনের কথা মাথায় আসে যুবকের।

যুবকের কথায়, ‘জন্মদিনে প্রায় সকলেই আত্মীয় বন্ধু-বান্ধবের সঙ্গে উদযাপন করেন। তবে এমন অনেকেই রয়েছেন যারা সমাজের মধ্যে থেকেও পিছিয়ে। তাই নিজের জন্মদিন উদযাপনে তাদের সঙ্গী করতে পেরে ভালো লাগছে।’

About The Author