বার্ড ফ্লু আতঙ্কে সতর্কতা জারি দুই রাজ্যে! মুরগির মাংস ও ডিমের বিক্রি কমল

ভারতের দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানায় রহস্যজনক কারণে মুরগির মৃত্যু হচ্ছে। সেই কারণে আচমকায় মুরগির মাংস এবং ডিমের বিক্রি কমে গিয়েছে। ফলে দাম কমেছে সর্বত্র। এর প্রতিফলন দেখা যাচ্ছে এই রাজ্যেও।

জানা গেল, অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় লক্ষ লক্ষ মুরগির মৃত্যু হয়েছে। এর পেছনে বার্ড ফ্লু থাকতে পারে। তেলাঙ্গানা রাজ্য প্রশাসন পোল্ট্রির গাড়ির যাতায়াত আটকাতে ২৪টি চেকপোস্ট তৈরি করেছে। আপাতত মুরগির ব্যবসা না করার নির্দেশ দিয়েছে।

এদিকে, অন্ধ্রপ্রদেশ সরকার মুরগির দেহ ল্যাবে পাঠিয়েছে। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী বার্ড ফ্লু অথবা নতুন রোগের আতঙ্ক দেখা দিয়েছে রাজ্যবাসীর মনে। এবং সেই কারণে মুরগির মাংস বা ডিম কম বিক্রি হচ্ছে বলে দাবি। বাধ্য হয়ে ব্যবসায়ীরা মুরগির মাংস এবং ডিমের দাম কমিয়েছে।

About The Author