কলকাতা: ত্রিপুরায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে সফরে গিয়েছিলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। সেই সফরের সময় একটি ছোট কাপ কেক খাওয়ার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
বিজেপি নেতারা কটাক্ষ করেন, “ত্রিপুরা সফর নয়, এটা কুমিরের কান্না দিবস।” পালটা জবাবে বীরবাহা বলেন,
“ভোর চারটেয় বাড়ি থেকে বেরিয়েছিলাম, খিদে পেয়েছিল। একটা কাপ কেক কিনেছিলাম। সহকর্মীরা শুভ জন্মদিন বলায়, ভদ্রতার খাতিরে কেক খাইয়েছি। আমি আদিবাসী মেয়ে বলেই হয়ত ওদের গায়ে লেগেছে।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে পার্টি অফিসে কেক কাটলে কেউ কিছু বলেন না। আমি কেক খেলাম বলে এত বিতর্ক কেন?”
তৃণমূলের কুণাল ঘোষ বলেন, “বীরবাহার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে যাঁরা ভিডিও ভাইরাল করেছেন।”
এই বিতর্কে আদিবাসী পরিচয়কে ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। বীরবাহা বলেন, “দিল্লির বিজেপি নেতারা ভাবছেন এদের দিয়ে বাংলা দখল হবে। সেটা হবে না।”