সিন্ধুর জল ইস্যুতে ভারতকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি বিলাওাল ভুট্টোর

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি নেতা বিলাওাল ভুট্টো জারদারি সম্প্রতি ভারতের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তাঁর দাবি, ভারত সিন্ধু নদীর জল প্রবাহ ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দক্ষিণ এশিয়াকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভুট্টো বলেন, ‘সিন্ধুর জল বন্ধ করার প্রচেষ্টা শুধু আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন নয়, এটি গোটা অঞ্চলের শান্তির জন্য হুমকিস্বরূপ। ভারত যদি এমন আচরণ চালিয়ে যায়, তাহলে এটি দক্ষিণ এশিয়াকে একটি ভয়ঙ্কর সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে, এমনকি পরমাণু যুদ্ধের দিকেও।’

উল্লেখ্য, ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি অনুযায়ী ভারত ও পাকিস্তান নির্দিষ্ট নিয়ম মেনে নদীর জল বণ্টন করে থাকে। সম্প্রতি ভারত ওই চুক্তি পুনর্বিবেচনার কথা বলায় পাকিস্তানের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়।

বিশ্লেষকরা মনে করছেন, বিলাওালের এই মন্তব্য দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে আরও উত্তেজনা তৈরি করতে পারে।

About The Author