Belakoba: বাইক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল কিশোরের। মৃতের নাম সাব্বির আলম (১৮)। বেলাকোবা বাবুপাড়ার বাসিন্দা। শুক্রবার বাইকে চেপে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কে দূর্ঘটনার মুখে পরে সাব্বির। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জলপাইগুড়ি থেকে ফেরার পথে রানিনগর লাগোয়া পাঙ্গা বটতলা এলাকায় ঘটনাটি ঘটে। ক্ষিপ্ত এলাকাবাসীরা পথ অবরোধও করেন। পরে পুলিশ এসে অবরোধ থামাতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেলে জলপাইগুড়ি থেকে জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিল সাব্বির। সে সময় রানীনগরের কাছে পাঙ্গা বটতলা এলাকায় জাতীয় সড়কে একটি ট্যাঙ্কারের সঙ্গে বাইকের সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোরের। পরে সেখান থেকে দেহ ময়নাতদন্তের জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। শোকের ছায়া নেমেছে বেলাকোবা বাবুপাড়া এলাকায়।

About The Author