Rajganj: বাইক, টোটো দুর্ঘটনায় আহত একাধিক

রাজগঞ্জ: একইদিনে কয়েক ঘণ্টার ব্যবধানে টোটো এবং বাইকের দুর্ঘটনায় আহত হলেন একাধিক। রাজগঞ্জের সুখানি অঞ্চলে ভোলাপাড়ার রাস্তায় জোড়া দুর্ঘটনায় চাঞ্চল্য।

বৃহস্পতিবার দুপুরে সর্দারপাড়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবোঝাই টোটো রিকশা। জানা গিয়েছে, দুপুর ১২টা নাগাদ মঘাপাড়া থেকে রাজগঞ্জে আসছিল একটি টোটো। তাতে যাত্রী এবং এক চালক সহ মোট ৬ জন ছিলেন। টোটো চালানোর সময় চালকের মোবাইল ফোনে কল আসে। ফোন রিসিভ করতে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রী সমেত টোটো পাশের নয়ানজুলিতে পড়ে যায়। এই ঘটনায় ৫ যাত্রীই কম বেশি আহত হয়েছেন।

অন্যদিকে, সন্ধ্যা আটটা নাগাদ মুখোমুখি দুটি বাইকের সংঘর্ষে আহত হলেন এক যুবক। এই ঘটনাটি ঘটে রাজগঞ্জের সুখানি অঞ্চলের মালিপাড়ায়। আহত যুবকের নাম রাজা বিশ্বাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে সামনে থেকে আসা অন্য একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, রাজগঞ্জে আসছিলেন রাজেশ বিশ্বাস। তাঁর শরীরে চোট না লাগলেও বাইকটি ক্ষতিগ্রস্ত হয়েছে।


RNF-এ প্রকাশিত খবর সংক্রান্ত কোনও অভিযোগ বা জিজ্ঞাসার জন্য ফোন করুন 8250955518 নম্বরে


About The Author