Rajganj: বাইক দুর্ঘটনায় মৃত যুবক

রাজগঞ্জে বাইক দুর্ঘটনায় ফের এক যুবকের মৃত্যু হল। রবিবার রাতে ফাটাপুকুরে টোল গেটের কাছে জাতীয় সড়কে মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম সুজন বসাক (২৩)। তাঁর বাড়ি বেলাকোবার কার্গিলপাড়া এলাকায়।

রবিবার রাত রাত এগারোটা নাগাদ ফাটাপুকুর থেকে ফেরার পথে জাতীয় সড়কে স্থানীয় একটি কোম্পানির সামনে দূর্ঘটনার কবলে পরে বাইক।  গুরুতর জখম হয় ওই যুবক। ঘটনার পর শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ওত রাতে কিভাবে বাইক দুর্ঘটনা ঘটে তা পরিস্কার ভাবে জানা যায়নি। ঘটনার তদন্ত করছে রাজগঞ্জ থানার পুলিশ।

About The Author