Bijapur Naxal Encounter: এনকাউন্টারে একদিনেই নিহত ৩১ মাওবাদী, পাল্টা গুলিতে শহিদ দুই জওয়ানও

ছত্তিশগড়ে বিজাপুরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে এনকাউন্টারে একদিনেই নিহত ৩১ জন মাওবাদী। পালটা গুলির লড়াইয়ে ২ নিরাপত্তারক্ষী জওয়ানও শহিদ হয়েছেন। এই ঘটনায় আহত আরও দুই জওয়ান। ছত্তিশগড়ের বিজাপুরে জাতীয় উদ্যানে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয় নকশালদের। আহতদের হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য ইতিমধ্যেই রায়পুরে পাঠানো হয়েছে।

রবিবার সকাল অবধি খবর ছিল নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে ১২ জন নকশালের। কিন্তু বেলা গড়াতেই জানা যায়, সেই সংখ্যাটা প্রায় ৩১। ডিআরজি, এসটিএফ এবং বস্তার ফাইটারের একটি যৌথ দল অভিযান চালায়।

জাতীয় উদ্যানের ওই এলাকায় নকশালদের উপস্থিতির কথা জানতে পেরেই, রবিবার সকালে অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। সেই সময় নকশালদের সঙ্গে সংঘর্ষ হয়।

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর ডিআরজি, এসটিএফ এবং মহারাষ্ট্রের সি-৬০ জওয়ানরা এই অভিযানে যুক্ত ছিল। ছত্তিশগড়ের বিজাপুর জেলার ফার্সেগড়ের ওই বনাঞ্চল নকশালদের সক্রিয় ঘাঁটি হিসেবে পরিচিত।

স্থানীয় পুলিশের আইজি, পি সুন্দররাজ জানান, এখনও বনের মধ্যে আরও নকশালদের খোঁজে সার্চ অপারেশন জারি রয়েছে। জানা যায়, নকশালদের উপস্থিতির খবর পেয়েই রবিবার সকালে ৬৫০ জন নিরাপত্তা রক্ষী, তাঁদের খোঁজে ইন্দ্রবতী ন্যাশানাল পার্কে প্রবেশ করেন। বনের বিভিন্ন দিক থেকে তাঁরা সার্চ অপারেশন শুরু করে।

এর আগে ২০২৪ সালে একাধিক এনকাউন্টারের ঘটনায়, সর্বা‌কুল্যে ২১৯ জন নকশালের মৃত্যু হয়েছিল। বিগত ৪ অক্টোবরেই, বাস্তার অঞ্চলের নারায়ণপুর-দান্তেওয়াড়া আন্তঃজেলা সীমান্তে নকশাল এবং নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষেও ৩৮ জন নকশালের মৃত্যু হয়েছিল।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেন, দেশ তথা রাজ্য থেকে সমূলে নকশালদের উৎখাত করতে হবে। ২৬-র মধ্যেই ছত্তিশগড় নকশালমুক্ত হবে।

About The Author