ফের ভয়াবহ রেল দুর্ঘটনা, নদীতে পড়ল মালগাড়ির একাধিক বগি

বিহারে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা! নদীর উপর দিয়ে যাওয়ার সময় মালগাড়ির ১৯টি বগি লাইনচ্যুত!

শনিবার গভীর রাতে বিহারের জামুই জেলায় বড়ুয়া নদীর উপর দিয়ে যাওয়ার সময় ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে। পূর্ব রেলের জসিডি–ঝাঝা রুটে চলা একটি সিমেন্ট বোঝাই মালগাড়ির ২০টি বগির মধ্যে ১৯টি লাইনচ্যুত হয়ে যায়। এর মধ্যে ১০টি বগি নদীতে পড়ে যায় এবং দু’টি বিপজ্জনকভাবে ঝুলতে দেখা যায়। প্রতিটি বগিই সিমেন্টে ভর্তি থাকায় বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

রেল সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ ও রেল আধিকারিকরা। শুরু হয় উদ্ধারকাজ ও লাইন মেরামতের কাজ। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণে দীর্ঘক্ষণ বন্ধ থাকে আপ ও ডাউন লাইন। বন্দে ভারত এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে।

ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। রেলের তরফে তদন্ত শুরু হয়েছে। উল্লেখযোগ্যভাবে, গত কয়েক বছরে একাধিক বড় রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। বিরোধীরা অভিযোগ তুলছে, কবচ প্রযুক্তি চালু করতে গড়িমসি করায় বারবার এমন দুর্ঘটনা ঘটছে।

এই ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং রেল পরিষেবা স্বাভাবিক করতে প্রশাসন তৎপর হয়ে উঠেছে

About The Author