রাস্তায় প্রায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন ১৭ বছরের কিশোরী। পরে কোনওরকমে নিজেই উঠে গিয়ে পৌঁছন হাসপাতালে। ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে।
ভুবনেশ্বরে: ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে শুক্রবার রাতে রাস্তায় প্রায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন এক ১৭ বছরের কিশোরী। পরে কোনও রকমে নিজেই উঠে গিয়ে পৌঁছন ক্যাপিটাল হাসপাতালে। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে তাঁর শরীরে একাধিক ক্ষতের চিহ্ন, রক্তপাত এবং মানসিক বিপর্যয়ের লক্ষণ দেখা যায়।
কিশোরী বর্তমানে আইসিইউ-তে চিকিৎসাধীন। চিকিৎসকদের সন্দেহ, তাঁকে ধর্ষণ করা হয়েছে এবং জোর করে গর্ভনিরোধক বড়ি খাওয়ানো হয়েছে, যা তাঁর শারীরিক অবস্থাকে আরও সংকটজনক করে তুলেছে।
পুলিশ জানিয়েছে, কিশোরী বিহারের বাসিন্দা। সে এখনও কথা বলার মতো অবস্থায় নেই, শুধু নিজের রাজ্যের নাম জানাতে পেরেছে। স্থানীয় অটোচালকদের কেউ কেউ তাঁকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন বলেও কিছু সংবাদমাধ্যম দাবি করেছে।
ওড়িশার পুলিশ কমিশনার এস. দেব দত্ত জানিয়েছেন, “আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি। কিশোরীর অবস্থা সঙ্কটজনক।”
এই ঘটনার আগে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে ওড়িশার এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। এবার ওড়িশায় ভিনরাজ্যের কিশোরীকে ধর্ষণের অভিযোগে নতুন করে প্রশ্ন উঠছে—নারী সুরক্ষা ও আন্তঃরাজ্য প্রশাসনিক সমন্বয় নিয়ে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযুক্ত শনাক্ত হয়নি।

