বিহার: ফের রেল দুর্ঘটনা। বুধবার রাতে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হল ১২৫০৬ আনন্দ বিহার-কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেসের তিন থেকে চারটি বগি। তার মধ্যে জেনারেল কোচও আছে বলে প্রাথমিকবাবে জানা গিয়েছে। দিল্লির আনন্দ বিহার স্টেশন থেকে ট্রেনটি অসমের কামাখ্যা যাচ্ছিল। বক্সার থেকে আরার মধ্যে এক জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে।
ঠিক কী কারণে এই দুর্ঘটনা এখনও স্পষ্ট নয়। হতাহতেরও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। যাত্রীরা রাতে ঘুমের জন্য শুয়ে পড়েছিলেন। প্রায় সকলেই বিছানা তৈরি করে নিয়েছিলেন। আচমকাই বগিগুলি লাইনচ্যুত হয়ে উল্টে-পাল্টে যায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, বগির মধ্যে বালিশ, বিছানা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। ঘটনার যে সকল ছবি ও ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেগুলিতে দেখা যাচ্ছে, প্রাথমিকতভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার ও ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়েছেন।