শিলিগুড়ি: গজলডোবা সংলগ্ন মিলনপল্লী ফাঁড়ির নাম বদলে হল ভোরের আলো থানা। ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
রাজগঞ্জের মান্তাদারি অঞ্চলের মানুষ এখন থেকে এই থানা থেকেই পরিষেবা পাবেন। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত মিলনপল্লী ফাঁড়ি আগে এনজেপি থানার অধিনে ছিল। এখন হল ভোরের আলো থানা।
প্রশাসনের দাবি, ভোরের আলো পর্যটন কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে এই থানার উন্নতিকরন করা হয়েছে। গতকালই গজলডোবায় ঝুলন্ত সেতুর উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোরের আলো থানার ভেতরেও সবরকম আধুনিক পরিকাঠামো রয়েছে।
মঙ্গলবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে বিভিন্ন সরকারি পরিষেবা এবং প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি নতুন থানার দ্বার উদঘাটন করলেন মুখ্যমন্ত্রী। এদিন থানার সামনে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ আমবাড়ি ফাঁড়ির ওসি এবং অন্যান্য পুলিশ কর্তারা। এই ব্যাপারে বিধায়ক খগেশ্বর রায় বলেন, এর ফলে পর্যটকদের সুবিধা হবে। স্থানীয়দেরও এনজেপি থানায় যেতে হবে না।