৫৮,৮৩২ ভোট ব্যবধানে জয়ী মমতা! তবে ভবানীপুরে কে কত ভোট পেলেন? জেনে নিন

ভবানীপুর বিধানসভায় জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, ৫৮ হাজার ৮৩২ ভোটে জিতেছেন মমতা। তবে কে কত ভোট পেলেন এই বিধানসভায়?

বিকেল ৪টে পর্যন্ত কমিশনের তথ্য অনুযায়ী, তৃণমূল পেয়েছে ৮২ হাজার ৬৮ ভোট। বিজেপির প্রিয়াঙ্কা ভোট পেয়েছে ২৫ হাজার  ৬৮০। বাম প্রার্থী শ্রীজিব বিশ্বাস পেয়েছেন ৪ হাজার ৯১ ভোট।

ভোটে জিতেই বাকি চার আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেন মমতা। এদিন বিকেলে জনতাকে অভিনন্দন জানানোর পরই তাঁর ঘোষণা, ‘শান্তিপুর উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হবেন ব্রজকিশোর গোস্বামী। দিনহাটার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন উদয়ন গুহ। খড়দহ কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়।’ বাকি থাকল গোসাবা। আলোচনা করে সেখানে প্রার্থী ঠিক করে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

About The Author