হেলমেট ছাড়া গাড়ি চালালে জরিমানা ১০০০ টাকা, ট্রাফিক আইন ভাঙ্গার জরিমানা বাড়ল কয়েকগুন, দেখে নিন

হেলমেট ছাড়া গাড়ি চালালে জরিমানা ১০০ টাকা? কিংবা লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ৫০০ টাকা ফাইন? ওসব কথা ভুলে যান। এখন থেকে ট্রাফিক আইন ভাঙ্গলে জরিমানা বাবদ দিতে হবে কয়েকগুন বেশি টাকা। জেনে নিন এক ঝলকে

রাজ্যের পরিবহণ দপ্তরের তরফে নয়া নির্দেশিকায় বলা হয়েছে, হেলমেট না পরলে জরিমানা করা হবে ১ হাজার টাকা। ড্রাইভিং লাইসেন্স বা সিএফ না থাকলে প্রথম দফায় ৫০০, দ্বিতীয় বার ঘটলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হবে। অসুস্থ অবস্থায় গাড়ি চালালে ১০০০ টাকা। ফিটনেস সার্টিফিকেট ছাড়া গাড়ি চালালে জরিমানা দিতে হবে ১০ হাজার টাকা। পলিউশন করা না থাকলে ১০ হাজার টাকা, পাশাপাশি লাইসেন্স ৩ মাসের জন্য বাতিল হবে। সাইলেন্স জোনে হর্ন বাজালে ১০০০ টাকা জরিমানা। ট্রাফিক পুলিশকে মিথ্যে তথ্য দিলে ২০০০ টাকা করে জরিমানা দিতে হবে। ট্রাফিক আইন অমান্য করলেও দিতে হবে ২০০০ টাকা জরিমানা। ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে ৫০০০ টাকা, ড্রাইভিং লাইসেন্স রাখার অনুমতি না থাকা সত্ত্বেও গাড়ি চালালে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা। রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালালে ৫০০০ টাকা জরিমানা।

বেশি গতিতে গাড়ি চালালে হালকা যানের চালককে দিতে হবে ১০০০ টাকা জরিমানা, মাঝারি ও ভারী যানের চালককে জরিমানা দিতে হবে যথাক্রমে ২০০০ ও ৪০০০ টাকা। অপরদিকে বিপজ্জনক ভাবে গাড়ি চালালে গুনতে হবে ৫০০০ টাকা জরিমানা। পাশাপাশি একই অপরাধ তিন বছরের মধ্যে করলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে চালককে। সেফটি বেল্ট না বাঁধলে ১০০০ টাকা জরিমানা দিতে হবে।

About The Author