কলকাতা: বেআইনি বেটিং অ্যাপ কাণ্ডে এবার টলিউডের দুই তারকা মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার ইডি জানায়, এই মামলায় মোট ৭.৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে মিমির প্রায় ৫৯ লক্ষ এবং অঙ্কুশের ৪৭.২০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে।
শুধু এই দুই তারকাই নন, আরও কয়েকজন ক্রিকেটার ও বলিউড সেলিব্রিটির সম্পত্তিও বাজেয়াপ্ত হয়েছে। যুবরাজ সিংয়ের ২.৫ কোটি, রবিন উথাপ্পার ৮.২৬ লক্ষ, উর্বশী রাউতেলার ২.০২ কোটি, সোনু সুদের ১ কোটি এবং নেহা শর্মার ১.২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বলে ইডি সূত্রে খবর। উল্লেখযোগ্যভাবে, উর্বশীর সম্পত্তি তাঁর মায়ের নামে রয়েছে।
ইডি জানিয়েছে, 1xBet নামের একটি বেআইনি বেটিং অ্যাপ ব্যবহার করে কয়েক কোটি টাকার প্রতারণা ও আর্থিক তছরুপ হয়েছে। তদন্তে একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দিল্লিতে ডেকে মিমি চক্রবর্তীকে কয়েক ঘণ্টা জেরা করা হয়, অঙ্কুশ হাজরাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে শিখর ধাওয়ান ও সুরেশ রায়নারও প্রায় ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল। এই ঘটনায় টলিউডে চাঞ্চল্য ছড়িয়েছে।

