Bernard Arnault: ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের সেরা ধনী এই ব্যবসায়ী

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির উপাধি হারালেন টুইটার, টেসলা ও স্পেসএক্সএর সিইও ইলন মাস্ক। অল্প সময়ের জন্য বিশ্বের সেরা ধনকুবের হিসেবে এলন মাস্ক তালিকায় জায়গা পেলেন। কারণ এই মুহূর্তে ইলন মাস্ককে পেছনে ঠেলে দিয়েছেন ফরাসী ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ট। ফোর্বসের সেরা ধনীর তালিকায় শীর্ষস্থান দখল করেছেন বার্না‌র্ড‌। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১৮৫.৩ বিলিয়ন মার্কিন ডলার। 

ফোর্বস-এর মতে টেসলার শেয়ার কমে যাওয়া এবং টুইটারে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের (একরকম বাজি ধরা) কারণে মাস্কের নেট সম্পত্তির খচর ব্যাপক ভাবে বেড়েছে। কিছু সময়ের জন্য সেরা ধনকুবেরের তকমা পেলেও মাস্ককে পেছনে ফেলে এই মুহূর্তে প্রথম স্থান দখল করতে সফল হয়েছেন বার্নার্ড আর্নল্ট।

৭৩ বছর বয়সী এই ফরাসি ব্যবসায়ী হলেন বিলাসবহুল ব্র্যান্ড লুই ভিটনের মূল কোম্পানি এলভিএমএইচ এর সিইও। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে টপকে ২০২১ সালের সেপ্টেম্বর থেকে একটানা শীর্ষ স্থান দখল করেছিলেন টুইটার মালিক ইলন মাস্ক। কিন্তু সম্প্রতি বার্নার্ড আর্নল্ট ফোর্বসের সেরা ধনীর তালিকায় শীর্ষস্থান দখল করেছেন। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১৮৫.৩ বিলিয়ন মার্কিন ডলার। 

About The Author