বহরমপুর: ‘এসআইআর আতঙ্কে’ ফের প্রাণহানি। মুর্শিদাবাদের বহরমপুরে ৫২ বছরের এক ব্যক্তি, তারক সাহা, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম না-থাকায় তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। পাশাপাশি, পুরনো নথিপত্রও খুঁজে না-পাওয়ার কারণে উদ্বেগ আরও বেড়ে যায়।
তারক সাহা গান্ধী কলোনির বাসিন্দা এবং পেশায় মুড়ি বিক্রেতা। বৃহস্পতিবার দুপুরে তাঁর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। স্ত্রী প্রিয়া সাহা জানান, ‘‘উনি বহুদিন ধরেই চিন্তায় ছিলেন। বন্ধুদেরও বলেছিলেন। অনেক চেষ্টা করেও কোনও নথি জোগাড় করতে পারেননি।’’
এই ঘটনার পর স্থানীয় কাউন্সিলর জয়ন্ত প্রামাণিক বলেন, ‘‘ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করা হচ্ছে।’’ যদিও এই বক্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধীরা বলছে, প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত তথ্য ও সহায়তা না-থাকায় সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন। এই মৃত্যু ‘এসআইআর’ সংক্রান্ত সচেতনতা ও তথ্যপ্রকাশের প্রয়োজনীয়তা আরও একবার সামনে আনল।

