কলকাতা: বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে আইইডি বিস্ফোরণে জড়িত দুই অভিযুক্তকে অবশেষে কলকাতা থেকে গ্রেফতার করল এনআইএ। জানা গিয়েছে, অভিযুক্ত দুই আব্দুল মাথিন ত্বহা ও মুসাভির হুসেন সাজিব কলকাতার উপকণ্ঠেই লুকিয়ে ছিলেন। শুক্রবার তাদের গ্রেপ্তার করল এনআইএ।
প্রসঙ্গত, ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে যে আইইডি বিস্ফোরণ হয়েছিল, তাতে আহত হয়েছিলেন কমপক্ষে দশ জন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, ওই ক্যাফেতে এক যুবক মুখে মাস্ক পরা, কালো রঙের ব্যাগ নিয়ে বসেন টেবিলে। ওই যুবক ইডলি অর্ডার করে। খাবার খেয়ে সে বেরিয়ে যায় তবে টেবিলের নীচে ব্যাগটি রেখে যায়। মিনিট দশেক পরই ক্যাফেতে বিস্ফোরণ হয়। ঝলসে যান অনেকে। ওই হামলায় মূল অভিযুক্ত ছিল ওই দুই ব্যক্তিই। বিস্ফোরণের পর থেকেই সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছিল। অবশেষে কলকাতা থেকে আজ তাঁদের গ্রেপ্তার করেছে এনআইএ।