উত্তরবঙ্গের পাশে টলিপাড়া! বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ২০ লক্ষ টাকার ত্রাণ সংগ্রহ

উত্তরবঙ্গের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ২০ লক্ষ টাকার ত্রাণ সংগ্রহ করল টলিপাড়া। মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে সেই অর্থ।

কলকাতা: উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে যখন হাজার হাজার মানুষ বিপর্যস্ত, তখন বাংলা চলচ্চিত্র জগতের তারকারা একজোট হয়ে এগিয়ে এলেন মানবিক সহায়তায়।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, “উত্তরবঙ্গের মানুষের পাশে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি।”

দেব, প্রসেনজিৎ সহ একাধিক শিল্পী ও কলাকুশলীরা মিলে ইতিমধ্যেই ২০ লক্ষ টাকার ত্রাণ সংগ্রহ করেছেন, যা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে।

দেব তাঁর পোস্টে লেখেন, “উত্তরবঙ্গের এই কঠিন সময়ে আমি পাশে আছি, প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক।”

মঙ্গলবার ‘দেবী চৌধুরানী’র বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থেকে দেব ও প্রসেনজিৎ একসঙ্গে ত্রাণ উদ্যোগের কথা ঘোষণা করেন।

তাঁরা জানান, বাংলা চলচ্চিত্র জগৎ শুধু বিনোদনের বাহক নয়, বরং মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর দায়ও নেয়। এই ঐক্যবদ্ধ প্রয়াসে উঠে এসেছে এক গভীর বার্তা—ভৌগোলিক দূরত্ব থাকলেও হৃদয়ের সংযোগে বাংলা সিনেমা উত্তরবঙ্গের পাশে।

About The Author