‘বাংলা আমাদের দখলে ছিল, এবার দিল্লি দখল করব’—হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

“বাংলা আমাদের দখলে ছিল, আছে, থাকবে। এবার সবাইকে সঙ্গে নিয়ে দিল্লি দখল করব।” ২০২৬-এ ‘ইন্ডিয়া’ জোটের দিল্লি জয়ের ঘোষণা, বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ।

কলকাতা: রাজনৈতিক উত্তেজনায় ঘেরা কলকাতার মেট্রো চ্যানেলে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি জয়ের বার্তা দিয়ে দলীয় কর্মীদের উদ্দীপ্ত করলেন। তাঁর হুঙ্কার, “বাংলা আমাদের দখলে ছিল, আছে, থাকবে। এবার সবাইকে সঙ্গে নিয়ে দিল্লি দখল করব।” ২০২৬-এ ‘ইন্ডিয়া’ জোটের পক্ষ থেকে দিল্লি দখলের লক্ষ্যে দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন তিনি।

সভা থেকে বিজেপিকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে মমতা অভিযোগ করেন, “হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। আরও অনেককেই বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে।” নতুন ভোটারদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, “ভোটার তালিকায় নাম তোলার পরেও মনোনয়ন জমা দেওয়ার দিন পর্যন্ত নাম কেটে দেওয়ার চেষ্টা হবে। ওদের চালাকির দিকে নজর রাখবেন।”

তিনি সরাসরি মন্তব্য করেন, “বিজেপি আগে নিজেরা জিতবে কি না দেখে নিক, তারপর বাংলাকে আক্রমণ করুক।” শেষ পর্যন্ত, তাঁর দৃঢ় ঘোষণা, “পরবর্তী নির্বাচনে ‘ইন্ডিয়া’ জোট দিল্লি জিতবেই। ২০২৬ বাংলার।”

এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তৃণমূলের এই কৌশল কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই এখন নজর রাজনৈতিক বিশ্লেষকদের।

About The Author