বিহারের পর এবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। সূত্রের দাবি, আগামী অগস্ট মাসেই রাজ্যে ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ হতে পারে।
কলকাতা: বিহারে ৫২ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার খবরে দেশজুড়ে তীব্র রাজনৈতিক আলোড়নের মধ্যেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন।
সূত্রের দাবি, আগামী অগস্ট মাসেই রাজ্যে ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ শুরু হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সুপ্রিম কোর্টে চলমান মামলার শুনানির উপর, যার পরবর্তী দিন ২৮ জুলাই।
কমিশন সূত্রে জানা গিয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর দ্রুত সমীক্ষা শুরুর পক্ষে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে দুর্গাপুজো, তাই তার আগেই এই কাজ শেষ করার তাগিদ রয়েছে প্রশাসনের।
বিকল্প সময় হিসেবে ভাবা হচ্ছে নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরু। কমিশনের এক আধিকারিক বলেন, “সমস্ত প্রস্তুতি সম্পন্ন। বিজ্ঞপ্তি জারির অপেক্ষায় রয়েছি। যে কোনও দিন তা জারি হতে পারে।”
অন্যদিকে বিহারের ঘটনা ঘিরে বাংলাতেও ভোটার তালিকায় নাম তোলার হিড়িক দেখা যাচ্ছে। কমিশনের দাবি, গত এক সপ্তাহে প্রায় ৭৫ হাজার আবেদন জমা পড়েছে, যার বড় অংশই সীমান্তবর্তী এলাকা থেকে এসেছে।
সূত্র অনুযায়ী, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও সংশোধনের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২৮ জুলাইয়ের আদালতের রায়ই এবার বাংলায় ভোটার তালিকা সংশোধনের সময় নির্ধারণ করবে কি না—তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে।
বাংলায় ভোটার তালিকা সংশোধনের তোড়জোড়, সম্ভাব্য সূচি অগস্টে
বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের সূত্র জানাচ্ছে, অগস্ট মাসেই রাজ্যে ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ শুরু হতে পারে। তবে সবটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টে চলমান মামলার শুনানির উপর, যা হবে ২৮ জুলাই।
আদালতের রায়েই চূড়ান্ত সিদ্ধান্ত
বিহারের সংশোধন ঘিরে মামলা হয়েছে, যেখানে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। এই মামলা কীভাবে এগোয়, তার উপরেই নির্ভর করবে বাংলায় সমীক্ষার তারিখ। যদি আদালত হস্তক্ষেপ না করে, তবে কমিশন অগস্টের প্রথম সপ্তাহেই কাজ শুরু করতে পারে।
সময়সীমা মাথায় রেখে প্রস্তুতি
- সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপুজো শুরু
- তার আগেই সমীক্ষা শেষ করতে চায় কমিশন
- না-হলে নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুতে করতে হবে
সিইও দফতরের একজন আধিকারিক জানিয়েছেন, ‘‘সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। শুধু বিজ্ঞপ্তি জারির অপেক্ষা। কমিশন যে কোনও দিন তা ঘোষণা করতে পারে।’’
নাম অন্তর্ভুক্তির হিড়িক, সীমান্ত এলাকায় তৎপরতা
বিহারে ৫২ লাখ নাম বাদ পড়ার খবর ছড়িয়ে পড়তেই বাংলায় ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যাপক আবেদন জমা পড়ছে। গত এক সপ্তাহে রাজ্যে প্রায় ৭৫ হাজার আবেদন জমা পড়েছে। কমিশনের মতে, মূলত সীমান্তবর্তী এলাকাগুলিতে সংশোধনের হার বেশি।