বেলডাঙ্গার অশান্তিঃ আলাউদ্দিনের পরিবারকে চাকরি ও আর্থিক সাহায্য দেবে সরকার

ঝাড়খণ্ডে বেলডাঙার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের রহস্যজনক মৃত্যুতে উত্তাল জেলা। অবরোধে অচল যোগাযোগ, প্রশাসনের ঘোষণা, পরিবারকে চাকরি ও আর্থিক সাহায্য।

মুর্শিদাবাদের বেলডাঙার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের রহস্যজনক মৃত্যু ঘিরে শুক্রবার উত্তাল হয়ে উঠল জেলা। সকাল থেকে ক্ষুব্ধ জনতা জাতীয় সড়ক ১২ নম্বর ও রেলপথ অবরোধ করে রাখে প্রায় সাড়ে তিন ঘণ্টা। ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

প্রশাসন সূত্রে জানা যায়, ফেরিওয়ালার কাজ করতে গিয়ে আলাউদ্দিনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর ভাড়াবাড়ি থেকে। পরিবারের অভিযোগ, তাঁকে নৃশংসভাবে পিটিয়ে খুন করে পরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। খবর বেলডাঙায় পৌঁছাতেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে। পুলিশের গাড়ি ও ট্রাফিক কিয়স্কে ভাঙচুর চালানো হয়। ইটের ঘায়ে অন্তত ১২ জন আহত হন।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান জেলাশাসক নিতিন সিংহানিয়া। তিনি ঘোষণা করেন, মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে এবং পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। এছাড়া জেলায় পরিযায়ী শ্রমিকদের জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম চালু ও বিশেষ নজরদারি দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফোন করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে শান্ত থাকার ও প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

About The Author