রাজগঞ্জের অবৈধ কল সেন্টার থেকে গ্রেপ্তার হওয়া আটজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হল।
মঙ্গলবার বেলাকোবা স্টেশন কলোনি এলাকায় অভিযান চালিয়ে একটি তিন তলা বাড়ি থেকে ৫ যুবতী সহ বাড়ির মালিক, শিলিগুড়ির এক যুবক এবং ওই এলাকার আরেক বাসিন্দাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বাড়ির মালকিনের দাবি, তাদের বাড়িতে কল সেন্টার চলছিল সেটা তার জানা ছিল না। তবে স্থানীয়দের সন্দেহ, কল সেন্টারের আড়ালে কোন প্রতারণা চক্র সক্রিয় ছিল।
মঙ্গলবার সেখানে অভিযান চালিয়ে মোট ২৬টি মোবাইল একাধিক সিম কার্ড একটি ল্যাপটপ সহ একটি চার চাকার গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানা পুলিশ। জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়া হবে বলে জানা গিয়েছে।