Rajganj: মাধ্যমিকে বেলাকোবা গার্লস হাইস্কুল সেরা নিবেদিতা ডাক্তার হতে চায়

প্রকাশিত হলো এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বেলাকোবা গার্লস হাইস্কুলে সেরা হয়েছে নিবেদিতা রায়। প্রাপ্ত নম্বর ৭০০ মধ্যে ৬৩১। বেলাকোবা বাবুপাড়ার মেয়ে নিবেদিতার মা উমা রায় অন্য স্কুলের শিক্ষিকা। বাবা গ্যাসের ব্যবসা করেন।

নিবেদিতা জানাল, টেস্টের পর থেকেই ভালোভাবে প্রস্তুতি নিয়েছিল সে। তবে মাধ্যমিকে নাম্বার আরো কিছুটা বেশি আশা করেছিল। বাংলায় কম নম্বর পাওয়ায় আক্ষেপ রয়েছে তার। আগামীতে কি হতে চায় সেই প্রশ্নের উত্তরে নিবেদিতা জানায় আপাতত উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো করে দিতে হবে সেই চিন্তা রয়েছে। ভবিষ্যতে সাইন্স নিয়ে পড়ে ডাক্তার হতে চায় নিবেদিতা। মাধ্যমিকের জন্য তাঁর পাঁচজন গৃহশিক্ষক ছিল। মেয়ের রেজাল্টে খুশী নিবেদিতার পরিবার এবং স্কুলের শিক্ষিকারা।


RNF-এ প্রকাশিত খবর সংক্রান্ত কোনও অভিযোগ বা জিজ্ঞাসার জন্য ফোন করুন 8250955518 নম্বরে


About The Author