প্রাতঃভ্রমণে বেরিয়ে ডাম্পারের ধাক্কায় মৃত্যু সেনাকর্মীর, পুলিশের গাড়ি ভাঙচুর

রাজগঞ্জ: বেলাকোবা গজলডোবা রাস্তায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল সেনাকর্মীর। মর্নিং ওয়াক করতে বেড়িয়ে ডাম্পারের ধাক্কায় ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর। মঙ্গলবার সকালে বেলাকোবা বটতলা সংলগ্ন এলাকায় সকালে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে।

সরু রাস্তায় বড় বড় গাড়ি যাতায়াতের জেরে পরপর দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। বারবার পথচারীর মৃত্যুর ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী। মঙ্গলবার সাতসকালে ডাম্পারের ধাক্কায় সেনাকর্মীর মৃত্যুর ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ ধরে চলে পথ অবরোধ। পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, মৃতের নাম অঞ্জন রায় (৪০)।  মুরগিভিটা এলাকার বাসিন্দা।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জের বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, রাজগঞ্জের বিডিও, থানার আইসি, বেলাকোবা ফাঁড়ির ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। প্রকাশ্যে স্থানীয় পঞ্চায়েত সদস্য বিধায়ক এবং পুলিশের সামনে ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ বিডিওর তরফে রাস্তার চওড়া করার ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি দেওয়া থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। রাজগঞ্জের বিধায়ক পঞ্চায়েত নির্বাচনের পর রাস্তা চওড়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন।

About The Author