রাজগঞ্জ: পাচারের আগেই ১৫ লক্ষ টাকার কাঠের ফার্নিচার উদ্ধার করল বনদপ্তর। একটি বড় ট্রাক আটক করে সেখান থেকে বহুমূল্য কাঠের তৈরি বেআইনি আসবাবপত্র উদ্ধার করা হয়েছে। মিজোরাম থেকে অন্ধ্রপ্রদেশে পাচার করা হচ্ছিল সেগুলি। তার আগেই শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে ট্রাকটিকে আটকায় বনদপ্তর। গাড়ি থেকে দামী কাঠের আসবাবপত্র উদ্ধার হয়। যার বাজার মূল্য ১৫ লক্ষ টাকা। বার্মাটিক কাঠের বেআইনি ফার্নিচার পাচারের অভিযোগে ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা।
বনদপ্তর জানিয়েছে, গোপন সুত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ফুলবাড়িতে একটি গাড়িতে অভিযান চালানো হয়। সেই গাড়িতে ঘরের পুরনো আসবাবপত্রের নিচে বার্মাটিক কাঠের ফার্নিচার খাট, সোফা সহ নামা জিনিস পাচার করা হচ্ছিল। যদিও সেই গাড়ির চালক গাড়ি ছেড়ে পালিয়ে যগিয়েছে। বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি থেকে একটি গাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার বার্মাটিক কাঠের সামগ্রী বাজেয়াপ্ত করেছে।
জলপাইগুড়ির খবর আলুর বন্ড নিয়ে দুর্নীতির অভিযোগে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়ক অবরোধ কৃষকদের। টানা অবরোধের জেরে জাতীয় সড়কে তীব্র যানজট। আলুর বন্ড নিয়ে কালোবাজারি হচ্ছে, এই অভিযোগ তুলে জলপাইগুড়ি মোহিতনগরে জাতীয় সড়কে অবরোধ করেছেন আলু চাষীরা। অভিযোগ, সরাসরি আলুর বন্ড পাচ্ছেন না তারা।
আলুর বন্ড কালবাজারির অভিযোগ মেটাতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন কৃষকেরা। তাঁদের দাবি, প্রত্যেক কৃষক যেন আলুর বন্ড পান। জলপাইগুড়ি মোহিতনগর কোল্ডস্টোরেজের সামনে আলু চাষীরা জাতীয় সড়ক অবরোধ করেন। শেষ খবর অনুযায়ী, এদিন বিকেল ৩টা অবধি বিক্ষোভ অবরোধ ওঠেনি। টানা অবরোধে জেরে জাতীয় সড়কে তীব্র যানজট। বেশিরভাগ গাড়ি বেলাকোবা বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই সেই পথেও তীব্র যানজটের খবর পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ।